মিসরে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা
মিসরে আওয়ামী লীগের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
গত ১২ মে মিসরের বন্দরনগরী আলেক্সান্দ্রিয়ার অক্টোবর সিটিতে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। বাংলাদেশি মালিকানাধীন মিসরের কুইজ গ্রুপ ও আর্ট টেক্সটাইলের অর্থায়নে আয়োজিত এ ক্যাম্পে আটজন বাংলাদেশি চিকিৎসক চিকিৎসাসেবা দেন।
উদ্বোধন অনুষ্ঠানে মিসর আওয়ামী লীগের সভাপতি এ জি এম সাইদুল হক সুমন, সহসভাপতি আবদুল মোতালেব, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক মোবারক খান, সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুব-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল হক চুন্নু, মিসর ছাত্রলীগের সভাপতি ডা. শাফায়েত উল্লাহ, বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সভাপতি ইসা আহমেদ ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।
এ সময় মিসর আওয়ামী লীগের সভাপতি এ জি এম সাইদুল হক সুমন বলেন, ‘সবার একান্ত প্রচেষ্টা ও মিসর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের ফসল আমাদের এই মেডিকেল ক্যাম্প। আশা করি, আমাদের এই ক্যাম্প প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ সুফল বয়ে আনবে।’
সাইদুল হক আরো বলেন, ‘আমি আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাই প্রবাসী ডাক্তারদের, যাঁদের ছাড়া এই মানবসেবার অগ্রযাত্রা শুরুই করা যেত না। তাঁদের উচ্চতর ডিগ্রির কঠিন পড়াশোনার চাপের মধ্যেও শুধু মানবতার জন্য কষ্ট করে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে প্রবাসীদের স্বাস্থ্যসেবার জন্য ছুটে এসেছেন। তাঁদের এই শ্রম ও আগ্রহ মিসরপ্রবাসী বাংলাদেশিদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
মিসরের প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগেরই ভিসা বা বৈধ কোনো কাগজ নেই। এ কারণে চিকিৎসাসেবা থেকে তাঁরা বঞ্চিত হন। এ ছাড়া চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে অন্যতম একটি বাধা হলো সে দেশের ভাষা।