ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত জমির আলীর বড় ছেলে হুমায়ূন আলী (৩৭) ও ছোট ছেলে মামুন আলী (৩০)
পুলিশ ও এলাকাবাসী জানায়, রসুলপুর গ্রামের দুই ভাই হুমায়ূন আলী ও মামুন আলী চরমহল্লা ইউনিয়নের শিংচাপড় এলাকার টেটিয়ারচর বাজারে ওয়ার্কশপে কাজ করতেন। আজ সারাদিন ওই ইউনিয়নের বলবপুর গ্রামে সিরাজ মেম্বারের বাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে গ্রিলে ঝালাই দিচ্ছিলেন তাঁরা। তখন হঠাৎ ওই গ্রিলের তার দুই ভাইয়ের শরীরে জড়িয়ে যায়। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ দুটি হাসপাতালে নিয়ে যায়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সারাদিন দুই ভাই সিরাজ মেম্বারের বাড়িতে কাজ করছিলেন। ওয়েল্ডিংয়ের তার শরীরে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তাঁরা।