রিয়াদে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন
সৌদি আরবের রিয়াদে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সৌদি আরবের পূর্বাঞ্চল বিএনপির বিপুলসংখ্যক প্রবাসী নেতাকর্মী এতে অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি শেখ রুহুল আমীন বাবুল। পরিচালনা করেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। বক্তব্য দেন প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক কারী আবদুল হাকিম, জাহাঙ্গীর আলম খোকন, তাজুল ইসলাম গাজী, শাহাবুদ্দীন ফরায়েজি, যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন বাকের, হাবীবুর রহমান জাফর, জাহাঙ্গীর আলম বায়েজিদ, সারওয়ার ইসলাম সুমন, জসীম উদ্দিন, মোজাফফর হোসেন, আলমগীর কবির, মাহফুজ পাটওয়ারী প্রমুখ।
প্রবাসী বিএনপির নেতারা বলেছেন, জিয়াউর রহমান জাতিকে সঠিক পথের সন্ধান দিয়েছিলেন। তিনি ছিলেন দিশেহারা জাতির আলোর দিশারী। তাই জাতি আজও জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে।