খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপিনেতাদের ওমরাহ পালন
বিএনপির চেয়ারপারসন ও চার দলীয় জোটের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পবিত্র ওমরাহ পালন করলেন সৌদি আরবের মক্কা বিএনপির নেতারা।
সোমবার (২৪ জুন) এশার নামাজের পর সৌদি আরবে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে ওমরাহ পালন করেন তারা।
ওমরাহ পালন শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ তার ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে ভার্চ্যুয়ালে যুক্ত হন লন্ডন বিএনপির সভাপতি আবদুল মালেক।
পবিত্র ওমরাহ পালনে উপস্থিত ছিলেন- মক্কা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলি, মোস্তফা, কামাল উদ্দিন সুমন, মোশাররফ হোসেন আফ্রাজসহ বিএনপির অন্যান্য নেতারা।