প্রচণ্ড গরমে সৌদি আরবে কাজ বন্ধ থাকবে ৩ ঘণ্টা
সৌদি আরবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীরা বিভিন্ন কাজে কর্মরত আছেন। প্রচণ্ড গরমে কাজ করতে তাদের খুব কষ্ট হচ্ছে। তাদের সুবিধার্থে দুপুরে তিন ঘণ্টা কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।
আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস সময় দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত কাজ বন্ধ থাকবে। সম্প্রতি সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে বলে সৌদি গেজেটের এক খবরে বলা হয়েছে।
প্রতিবছরই এভাবে নিষেধাজ্ঞা জারি করে সৌদি প্রশাসন। এই নিষেধাজ্ঞার ফলে দেশটির কোনো কর্মকর্তা-কর্মচারী ওই সময়ের মধ্যে কোনো রকম কাজ-কর্ম করতে পারবেন না।
শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবু আল খাইল বলছেন, সব কর্মীদের জন্য নিরাপদ এবং ঝুঁকিমুক্ত কাজের পরিবেশ প্রদান করতে চায় মন্ত্রণালয়। সে কারণে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা সতর্কতা বাড়ানোর জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উৎপাদনক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
তিন বছর ধরে এ ধরনের নিষেধাজ্ঞা চললে এর মধ্যে অনেক অনিয়মও হয়েছে। অনেক প্রতিষ্ঠানই এ আইন মানতে চায়নি। আইন অমান্যকারীদের তিন হাজার থেকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানও এক মাস বন্ধ রাখার শাস্তি রয়েছে। এবারও শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আইনটির ব্যাপারে কর্মচারী, মালিক সবাইকে সতর্ক করে দিয়েছে। এ ব্যাপারে জনসচেতনতার জন্য বিলবোর্ডও লাগানো হয়েছে।