রিয়াদে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের ইফতার
সৌদি আরবের রিয়াদে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
ইফতারের আগে আলোচনা সভায় রাষ্ট্রদূত বলেন, সামাজিক উন্নয়নে বৃহত্তর নোয়াখালীর ভূমিকা দেশ-বিদেশে খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে যা যা করা দরকার দূতাবাস তার সবই করবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী বিশিষ্ট বিজ্ঞানী ড. রেজাউল করিম। পরিচালনা করেন হেলাল উদ্দীন ফিরোজ। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে লক্ষ্মীপুরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী। তিনি অনাথ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অ্যাসোসিয়েশনের সবার প্রতি আহ্বান জানান।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আফসারুল আলম ও অধ্যাপক ওয়াহিদুল করিম। বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল হায়দার ভূঁইয়ার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ইফতারে দেশ ও জাতির কল্যাণ চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনভুক্ত নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার প্রবাসী বিশিষ্ট নাগরিক ছাড়াও প্রবাসী সমাজের গুণীজনরা এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে ড. রেজাউল করিম সব অতিথি ও নোয়াখালীর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবার অংশগ্রহণে অ্যাসোসিয়েশনকে নিয়ে মানবতার কল্যাণে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন।
তিন জেলার শতাধিক প্রবাসী ইফতার মাহফিলে শামিল হন। জহিরুল আলম, জাহাঙ্গীর আলম, শহীদ উল্যাহ ভূঁইয়া ও মো. আলী ফারুক অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন।