গোসলে গিয়ে নিখোঁজ শিশু-কিশোরের লাশ উদ্ধার
সুনামগঞ্জের সদর উপজেলার মাইজবাড়ি এলাকার বাওন বিলে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশু-কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো মাইজবাড়ী বদিপুর গ্রামের সাহিদ আলীর ছেলে রুবেল মিয়া (১৭) এবং বাবুল মিয়ার ছেলে হৃদয় আহমেদ (৮)।
দুপুরের সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ দুটি উদ্দার করে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শনিবার রুবেল মিয়া এবং হৃদয় আহমেদ সারাদিন গরু চরিয়ে বিকেলে বাড়ি ফেরার সময় গোসল করতে বিলে নামে।
এলাকাবাসীর ধারণা, গোসলের সময় হৃদয় পানিতে ডুবে যাচ্ছিল দেখে রুবেল তাকে বাঁচাতে যায়। সেসময় দুজনই নিখোঁজ হয়। সন্ধ্যার পর থেকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। গতকাল রাত পর্যন্ত সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করতে না পারলেও আজ সকালে সিলেটের ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুরে লাশ দুটি উদ্ধার করে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ডুবুরি দলের স্টেশন অফিসার সোলেমান রাজা জানান, খবর পেয়ে তাঁরা উদ্ধার কাজ পরিচালনা করেন। পরে সিলেটর ডুবুরিদল লাশ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।