বুলুর মুক্তির দাবিতে রিয়াদে প্রতিবাদ সভা
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর সব মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে সৌদি আরবের রিয়াদে প্রতিবাদ সভা হয়েছে। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে দেশটির পূর্বাঞ্চল বিএনপি ও যুবদলের উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর। সভায় সভাপতিত্ব করেন পূর্বাঞ্চল যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। পরিচালনা করেন পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। বক্তারা গতকাল রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান।
সভায় প্রধান অতিথি শাহ মো. আবু জাফর বলেন, সরকার জুলুম-অত্যাচারের অতীতের সব সীমা লঙ্ঘন করে যাচ্ছে। এতে সরকারের শেষ রক্ষা হবে না বলে তিনি হুঁশিয়ার করে দেন।
সভায় বলা হয়, শুধু রাজনীতি করার অপরাধে অন্যায়ভাবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নামে শতাধিক মিথ্যা মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবাদ সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চল বিএনপির প্রস্তাবিত সভাপতি শেখ রুহুল আমীন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, বিএনপি, যুবদলসহ প্রবাসী জেলা কমিটির নেতারা।
সভায় প্রধান অতিথিকে বিএনপি ও যুবদলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছেলে আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সব নেতাকর্মীর জন্য সভায় বিশেষ দোয়া করা হয়। প্রবাসী বিএনপির শত শত নেতাকর্মী এ সভায় উপস্থিত ছিলেন।