ফখরুলের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে দলীয় মিছিল পুলিশি বাধার মুখে পড়ে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে দোজা শপিং কমপ্লেক্সের সামনে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমেদ মিলন, জেলা শাখার নেতা ওয়াকিফুর রহমান, মল্লিক মইনুদ্দিন আহমদ, মো. শেরেনূর আলী, আকবর আলী, ফারুক আহমদ, সেলিম উদ্দিন, রেজাউল হক, আবুল কালাম ও নূর হোসেন।