মির্জা ফখরুলের ওপর হামলার প্রতিবাদে মক্কায় সভা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে সৌদি আরবের মক্কায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে মক্কা প্রাদেশিক বিএনপি। মক্কার স্থানীয় একটি হোটেলে রোববার দিবাগত রাত ১২টায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মক্কা বিএনপির সভাপতি খন্দকার এম এ হেলাল। পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন লন্ডন থেকে আসা কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।
বক্তব্য দেন আবু তাহের চৌধুরী, দেলোয়ার হোসেন, মহিউদ্দিন চৌধুরী, আমিন তালুকদার, গাজী কামাল, মইনুল ইসলাম লিটুসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ব্যর্থতা আড়াল করতেই বিএনপির মহাসচিবের ওপর হামলা করেছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেও বিএনপির নেতাদের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। এতেই বোঝা যায় সরকার কতটা স্বৈরাচার হয়ে উঠেছে।
বক্তারা তীব্র প্রতিবাদ জানিয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশ-বিদেশের সবার প্রতি আহ্বান জানান।
প্রতিবাদ সভায় মক্কা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় গাড়ির ভাঙা কাচে মির্জা ফখরুল, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হন। সম্প্রতি পাহাড়ধসে সংশ্লিষ্ট এলাকার মানববিপর্যয়ে বিপন্ন এলাকা সরেজমিনে দেখতে ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেই সেখানে যেতে চান বিএনপি নেতারা।