সুনামগঞ্জে নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নানা আয়োজনে সুনামগঞ্জে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন, পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মরমি কবি ও সাধক হাসন রাজার গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এর পর একে একে বাউলসম্রাট শাহ আবদুল করিম ও আধুনিক গান পরিবেশন করেন শিল্পীরা। সংগীত পরিবেশন করেন সুনামগঞ্জ কালচারাল ফোরাম ও বন্ধন থিয়েটারের সংগীতশিল্পীসহ অন্য শিল্পীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্কৃতিকর্মী রায়হান আলীম তামিম ও তাজকিরা হক তাজিনের যৌথ সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে প্রমুখ।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, এনটিভি ১৫ বছরে পদার্পণ করেছে। এখন এনটিভির কৈশোরকাল চলছে। কৈশোর-তারুণ্যের যে বোধ, এনটিভি সেই বোধ নিয়ে এগিয়ে যাচ্ছে। কিশোর, তরুণরা যেমন সত্যের পথে চলতে ভালোবাসে, সহজ সত্যটাকে খুব সহজে অন্যের সামনে তুলে ধরতে ভালোবাসে, ঠিক তেমনি এনটিভিও সেই কাজ করে যাচ্ছে।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান এনটিভিকে প্রথম জেনারেশনের টেলিভিশন চ্যানেল উল্লেখ করে বলেন, সেই প্রথম থেকে ঝকঝকে ছবি, শব্দ, মানসম্মত অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এনটিভি। নিজ গুণে ভালো অবস্থানে রয়েছে এ টেলিভিশন চ্যানেল। ভবিষ্যতেও এনটিভি মেহনতি মানুষ, সুনামগঞ্জের বঞ্চিত মানুষ এবং সত্যের পথে থেকে কাজ করবে—সে প্রত্যাশা করেন তিনি।
সংগীত পরিবেশন করেন সুনামগঞ্জ কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রিপন চন্দ, সংগীতশিল্পী সেলিম আহমদ, আতাউর রহমান আতাব, শামীম আহমেদ, বন্ধন থিয়েটারের দলনেতা সামির পল্লব, সংগীতশিল্পী রাকিবা ইসলাম ঐশী, রীতা আচার্য্য, অমিত বর্মণ, সনি চন্দ, তাজকিরা হক তাজিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিউল ইসলাম পুলক, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এ আর জুয়েল, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, সুরালোক সংগীত বিদ্যালয়ের সভাপতি সন্তোষ কুমার চন্দ মন্তোষ, দৈনিক সুনামগঞ্জের সময়ের নিজস্ব প্রতিবেদক রুজেল আহমদ, থিয়েটার সুনামগঞ্জের সদস্য এনামুল হক জুবের, রায়হান আলীম তামিম, রবি বর্মণ, সোহানুর রহমান সোহান, জুনেদ আহমদ, দীপান্বিতা দে হিয়া, সোহাগ আহমদ, রূপসী, জাহিদুল ইসলাম, জাহিদ হাসান, আহমেদ শিপন প্রমুখ।