বঙ্গবন্ধুর ছবি বিকৃতি, এমপি লতিফের বিরুদ্ধে মামলার নথি তলব
বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার নথি তলব করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে এই মামলায় বিচারিক আদালতের খারিজাদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
আজ সোমবার বাদীপক্ষের করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এ আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অজয় শংকর ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।
পরে অজয় শংকর ভৌমিক বলেন, ম্যাজিস্ট্রেট কোর্ট মামলাটি ২০৩ ধারায় খারিজ করে দেন। এর বিরুদ্ধে রিভিশন করলে জজকোর্টও তা খারিজ করে দেন। পরে হাইকোর্টে রিভিশন করা হয়।
এ আবেদনের শুনানি নিয়ে বিচারিক আদালতের খারিজাদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে এ মামলায় বিচারিক আদালতের নথি তলব করেছেন হাইকোর্ট।
২০১৬ সালের ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের আগে নিজের নির্বাচনী এলাকায় সড়কের পাশে বঙ্গবন্ধুর ছবিসংবলিত কয়েক ডজন বিলবোর্ড লাগিয়েছিলেন এমপি লতিফ, যাতে সংসদ সদস্যের ছবির সঙ্গে বঙ্গবন্ধুর মুখ জুড়ে দেওয়া হয়েছিল।
এ নিয়ে আওয়ামী লীগের একাংশের বিক্ষোভের মুখে এমপি লতিফ ওই বিলবোর্ডের দায়িত্ব পাওয়া বিজ্ঞাপনী সংস্থাকে দায়ী করেন এবং নিজে দুঃখ প্রকাশ করেন।
এরপর এমপির বিরুদ্ধে প্রথমে একটি মানহানির মামলা করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুদ্দিন আহমেদ রবি।