বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আজবপুর গ্রামে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মৃদুল মিয়া (৪) উপজেলার সুরমা ইউনিয়নের আজবপুর গ্রামের আবদুল জব্বারের শিশু।
দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক এ তথ্য জানিয়েছেন।
মৃদুল মিয়াদের বাড়ির পাশের জায়গা তলিয়ে যায় বন্যার পানিতে। দুপুরে পরিবারের সবার অজান্তে ঘরের পাশেই পানিতে ডুবে মারা যায় শিশুটি। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মিলে অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে জাল দিয়ে উদ্ধার করে। পরে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃদুলকে মৃত ঘোষণা করেন।
এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কলাইয়া গ্রামের শাহান মিয়া (৪) বন্যার পানিতে ডুবে গিয়ে মারা যায়। শাহান মিয়ার বাবা রফিক সৌদি আরবে থাকেন।
শাহান মিয়া স্থানীয় সাংবাদিক রায়হান আলীম তানিমের মামাতো ভাই। রায়হান জানান, প্রবাসী রফিক মিয়ার ছেলে শাহান ও তার মা কলাইয়া গ্রামে নানার বাড়িতে থাকত। বিকেল সাড়ে ৫টার দিকে শাহান খেলার সময় কখন পানিতে পড়ে যায় কেউ খেয়াল করেনি। পরে নিহতের আত্মীয়রা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে উঠানে জমে থাকা বন্যার পানিতে শিশুর লাশ ভেসে ওঠে।