সুনামগঞ্জে বন্যার্ত দেড় হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ
সুনামগঞ্জে বন্যাকবলিত প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের চিলাউরা গ্রামে বন্যার্তদের মধ্যে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ বেশ কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের (বিজ) আয়োজনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের আগে ইউনিয়নের গোপরাপুর বাজারে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, সিজির নির্বাহী পরিচালক আবদুল আউয়াল রবিন, বিজের উপনির্বাহী পরিচালক মহিবুর রহমান।
সমাবেশ শেষে প্রতিমন্ত্রী বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, সরকার বন্যার্তদের সহায়তায় সবসময় আন্তরিক। সরকার বন্যাকবলিত মানুষদের সহযোগিতায় এরই মধ্যে প্রচুর পরিমাণে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে।
এদিকে সুনামগঞ্জ জেলা প্রশাসন জেলার ১১ উপজেলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করছে।
গত কয়েকদিনের টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার ১১ উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দি রয়েছে। বন্ধ রয়েছে জেলার ৪৬১টি প্রাথমিক বিদ্যালয় এবং ১০৭টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম।