বিচারপতি খায়রুল হকের অপসারণের দাবিতে বিক্ষোভ
আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিক্ষোভ মিছিলটি জেলা কালেক্টরেট ভবন প্রদক্ষিণ করে মুখ্য বিচারিক হাকিম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে তিনদিনের কর্মসূচি সমাপ্ত হয়। সমাবেশে শপথ ভঙ্গ করে সরকারের মন্ত্রীরা সুপ্রিম কোর্টকে হেয়প্রতিপন্ন করে বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফারুখ আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল হক ও অ্যাডভোকেট মাসুক আলম।