সুনামগঞ্জে যুবলীগ নেতা চপলের মুক্তির দাবি ব্যবসায়ীদের
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার ব্যবসায়ীরা। চপল বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি।
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে জেলা ব্যবসায়ী সমিতির এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবদুল লতিফ, সাধারণ সম্পাদক জাহেদ হাসান, জেলা ব্যবসায়ী সমিতির সদস্য সাইদুর রহমান, শামছুল হক, এনামুল হক ও নূরে আলম।
মানববন্ধনে বক্তারা বলেন, তিনি (চপল) হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে কখনই জড়িত ছিলেন না। ব্যবসায়ীরা এখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু অবিলম্বে তাঁকে মুক্তি না দিলে সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেবে।
গত ১৫ আগস্ট সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় খায়রুল হুদা চপলকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে দুদক।
গত ২ জুলাই সুনামগঞ্জের হাওরে হাজার কোটি টাকার ফসলহানির ঘটনা ঘটে। পরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক নির্বাহী প্রকৌশলীসহ ফসলরক্ষা বাঁধের কাজের ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ৬১ জনের বিরুদ্ধে জেলা সদর থানায় মামলা করে দুদক।