সাগরিকায় যেন প্রাণের জোয়ার
ঈদ শেষ হয়েছে মাত্র দুদিন আগে। তবে ঈদের আনন্দ এখনো ফুরায়নি চট্টগ্রামের ক্রিকেটপ্রেমী মানুষের জন্য। নতুন আনন্দের উপলক্ষ নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি ঘিরেই এখন উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম।
আজ সোমবার সকাল ১০টায় শুরু হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে জিতলে বা ড্র করলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। সেই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হওয়ার সুযোগটা ছাড়তে রাজি নন চট্টগ্রামের ক্রিকেটপ্রেমী মানুষ। ফলে সকাল থেকেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দিকে নেমেছে মানুষের ঢল। টিকেট কাউন্টারের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে সবাই চেষ্টা করছেন একটা টিকেট সংগ্রহের জন্য। তাতে বিন্দুমাত্র ক্লান্তির ছায়া নেই কারো মুখে। বরং মাঝেমধ্যেই 'বাংলাদেশ বাংলাদেশ' ধ্বনিতে তাঁরা মুখরিত করে তুলছেন চারপাশ।
স্টেডিয়ামের আশপাশ ঘিরে অনেকেই বসে গেছেন ছোট দোকান নিয়ে। যেখানে পাওয়া যাচ্ছে চার-ছয়ের প্ল্যাকার্ড, বাহারি টুপি, বাঁশি। আর বাংলাদেশের ছোট-বড় হাজারো পতাকার কথা তো না বললেও চলছে।
এর আগের দফায় অল্পের জন্য ঐতিহাসিক এক জয়ের প্রত্যক্ষ সাক্ষী হতে পারেনি চট্টগ্রামের মানুষ। গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ হেরে গিয়েছিল মাত্র ২২ রানে। সেই সিরিজেই অবশ্য টাইগাররা পেয়েছিল ইতিহাসগড়া জয়টি। তবে সেটা ঢাকায়, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে আর সেই আক্ষেপে ডুবতে রাজি নন চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীরা। নগরের হালিশহর এলাকার এক বাসিন্দা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলে দিলেন, 'এবার বাংলাদেশই জিতবে।' ঢাকায় সিরিজের প্রথম টেস্টটি জয়ের ফলে সত্যিই অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বাংলাদেশ সমর্থকরা। এখন মাঠের খেলায় তামিম-সাকিব-মুশফিকরা সেই প্রত্যাশার প্রতিদান দিতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।