সুনামগঞ্জে কৃষক লীগ নেতার খুনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ
সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক প্রচার সম্পাদক জুনেদ আহমদের খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি এলাকাবাসীর উদ্যোগে মাইজবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের ট্রাফিক পয়েন্টে শেষ হয়। সেখানে মানববন্ধন করা হয়।
এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কয়েক শ নেতাকর্মী অংশ নেন।
কুরবাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল বরকতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা শংকর চন্দ্র দাস, সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জাতীয় পার্টির নেতা মনির উদ্দিন মনির, বর্তমান পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নিহত জুনেদ আহমদকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক উল্লেখ করে জানান, জুনেদ জেলা আওয়ামী লীগের সব আন্দোলন-সংগ্রামে রাজপথে সবার আগে থাকতেন। সংগঠনের যে কারো সমস্যা হলে ছুটে গিয়ে সমাধানের চেষ্টা করতেন। কিন্তু ঈদের দিন রাতে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও প্রকৃত খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
অবিলম্বে প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের কঠোর শাস্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।
গত ১ সেপ্টেম্বর রাতে জুনেদ আহমদ মোটরসাইকেলে করে জেলা শহর থেকে নিজ গ্রাম মাইজবাড়ি যাওয়ার পথে বাড়ির পাশে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে খুনিরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে।