সুনামগঞ্জে উপজেলা চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম ঝুনু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জামালগঞ্জের সদরকান্দি গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মুন্সী আবদুল গনির ছেলে আবদুল জলিল বাদী হয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন।
বিচারক আবু আমর মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ছিলেন শফিকুল আলম মামলার বিষয়টি জানিয়েছেন।
মামলার অপর দুই আসামি হলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর ইউনিয়নের মজনু মিয়া (৬৬)ও একই ইউনিয়নের আবুল খায়েরের ছেলে এনাম উদ্দিন (৬২)।
মামলার অভিযোগে বলা হয়, উপজেলা চেয়ারম্যান শামছুল আলম ঝুনু (৬৫) মিয়ার বাবা প্রয়াত আবুল মনসুর আহমদ লাল মিয়া ছিলেন পাকহানাদার বাহিনীর দোসর ও ভয়ংকর সন্ত্রাসী। স্বাধীনতাবিরোধী রাজাকার বাহিনীর প্রধান এবং শান্তি কমিটি, আলবদর, আলশামস বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক। অপরাধকর্মের সময় আসামি শামছুল আলম ঝুনু মিয়াকে সঙ্গে রাখতেন তিনি। দুজন মিলেই সব অপকর্ম করেছেন। এ ছাড়া বাকি দুই আসামির বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে।