বয়স্কভাতা নিয়ে ফেরার পথে দুই বৃদ্ধা নিহত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে দুই বৃদ্ধা নিহত হয়েছেন। তাঁরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মজুমদারী গ্রামের কুমিদিনী নাথ (৭০) ও একই এই ইউনিয়েনের গোবিন্দনগর গ্রামের চরণ নাথ(৬৫)। তাঁরা বয়স্কভাতা নিয়ে বাড়ি ফিরছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্বম্ভরপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্বম্ভরপুর সোনালী ব্যাংক থেকে কুমিদিনী নাথ ও চরণ নাথ বয়স্ক ভাতার টাকা নিয়ে বিশ্বম্ভরপুর বাজার থেকে বাড়িতে যাওয়ার জন্য অটোরিকশায় উঠেন। অটোরিকশাটি বাজার থেকে একটু বের হয়েই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। পরে বাজারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, বয়স্ক ভাতার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে দুই বৃদ্ধা নিহত হন। তাঁদের লাশ দুটি বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাঁদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।