সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার জাতুয়া বাজারের কাছে একটি যাত্রীবাহী বাসের চাপায় ওই দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের জয়কলস ফাঁড়ির সাব ইন্সপেক্টর (এসআই) সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম জানান, আজ বুধবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষ্মণসোম গ্রামের আবদুল করিম (৬৫) ও আবদুল হক (৫৫)।
এসআই সাইফুল ইসলাম আরো জানান, দুর্ঘটনার সময় নিহত দুজন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
সাইফুল ইসলাম জানান, পুলিশ বাসটিকে আটক করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে।