সুনামগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের বাধার অভিযোগ
সুনামগঞ্জে পুলিশের বাধায় শহরে সভা করতে পারেনি বলে অভিযোগ করেছে বিএনপি। শহরের পুরাতন বাসস্ট্যান্ডে রোববার বেলা ৩টায় পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল বিএনপির। কিন্তু পুলিশ তাতে বাধা দেওয়ায় গৌরারং ইউনিয়নের রাধানগরে সমাবেশ করা হয়।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাজাহান বলেন, ‘সরকার প্রধান বিচারপতির রায় মানে না, এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।’
সমাবেশে আগামী জাতীয় নির্বাচনে দলীয় নেতাদের মধ্যে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তাঁর পক্ষে যাতে সবাই কাজ করে, সে জন্য শপথ করানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
যুগ্ম সম্পাদক মোনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাজাহান, চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ওবায়দুল হক নাছির।
সমাবেশে জাতীয় পার্টি সমর্থক ইউপি সদস্য জাহানারা বেগম ও শাহানারার নেতৃত্বে তিন শতাধিক নারী জাতীয়তাবাদী দলে যোগদান করেন।