সিডনিতে বাংলাদেশি ক্রিকেট গালা নাইট
অস্ট্রেলিয়ার সিডনি শহরে অনুষ্ঠিত হলো বাংলাদেশি ক্রিকেট গালা নাইট। গত শুক্রবার সিডনির স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে রিভারউড কংকা ফাংশন কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত, ফেডারেল এমপি, লোকাল মেয়র, বাংলাদেশ হাইকমিশনের চার্জ দা অ্যাফেয়ার্সসহ ভিআইপি অতিথিদের নেওয়া হয় বলরুমে। সেখানে ব্যস্ত সময় কাটাতে হয় অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের। এরপর শুরু হয় বাংলাদেশ কমিউনিটি অস্ট্রেলিয়ার সবচেয়ে জমকালো ও আলোচিত ক্রিকেট গালা নাইট।
কংকা ফাংশন সেন্টার সাজানো হয় লাল-সবুজ আলোর ঝলকানিতে। ফিঙ্গার ফুড আর ইতালিয়ান স্পার্কলিং পরিবেশন করা হয় প্রধান গেটের অভ্যর্থনা কক্ষে। উপস্থাপিকার ঘোষণায় পুরো ফাংশন সেন্টারে নীরবতা শুরু হয়।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পর মঞ্চে আসেন অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। যাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন পৌঁছে গেছে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর কাছে।
জাহাঙ্গীর আলমের কঠোর পরিশ্রমে এই সংগঠন আজ বাংলাদেশিদের গর্ব। গত দুই বছর এই সংগঠনের সঙ্গে কাজ শুরু করেছে এনএসডাব্লিউ ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন ও সেন্ট জর্জ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত গত টুর্নামেন্টের খেলোয়াড়দের সম্মাননা দিতে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।
এই অনুষ্ঠান উপলক্ষে বাণী দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, এনএসডাব্লিউ প্রিমিয়ার গ্লেডিস বেরেজিকলিয়ান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট এনএসডাব্লিউর সিইও অ্যান্ড্রু জোন্স।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘ভবিষ্যতে আমরা অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ম্যাচ আয়োজনে যৌথভাবে কাজ করব। এ নিয়ে সম্প্রতি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে আলোচনা করেছি।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এ বছর প্লেয়ার্স অব দ্য টুর্নামেন্ট এবং সেরা বোলার পুরস্কার জিতেন টিম প্যানথারা টিগরিসের শফিকুর রহমান। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন টিম একাত্তরের আহমেদ সাঈদ। খুদে খেলোয়াড়ের খেতাব জিতেন টিম সিডনি সিল্ডের রাহিদ আলম। সবশেষে গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পিআইএফআইর হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়নস ট্রফি।