সুনামগঞ্জে নৌকাবাইচ দেখতে লাখো মানুষের ভিড়
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল সম্রাট শাহ আবদুল করিমের স্মরণে কালনী নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে দিরাই উপজেলার বাউল সম্রাট শাহ আবদুল করিমের বাড়ির পাশের কালনী নদীতে আবদুল করিম স্মৃতি পরিষদ এ নৌকাবাইচের আয়োজন করে।
নৌকাবাইচে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলার অর্ধশতাধিক নৌকা অংশগ্রহণ করে।
দুপুর ১২টার দিকে নৌকাবাইচের উদ্বোধন করেন দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তা। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা ফজলুল কবীর তুহিন, আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়াত হোসেন ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুহেল আহমদ। প্রতিযোগিতা অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সংবাদকর্মী আবু হানিফ।
নৌকাবাইচ দেখতে কালনী নদীর দুই পাড়ে লক্ষাধিত মানুষ ভিড় করেন। নৌকাবাইচ শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।