সুনামগঞ্জে ডাকাত সন্দেহে ৫ জন আটক
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ডাকাত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপ গান ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার ডাবর পয়েন্ট থেকে ওই পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিলেটের জালালাবাদ থানাধীন ওমাইরগাঁও গ্রামের মানিক মিয়া (৪৫), ছাতক উপজেলার বলিতারবাগ গ্রামের ইদ্রিস মিয়া (৩৫), জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের কায়েস আহমদ (২৮), বানিয়াচংয়ের প্রথমবেক গ্রামের লিয়াকত আলী (৪০) ও ছাতকের জামাক গ্রামের আক্তার হোসেন (২৪)। তাঁরা সবাই একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাগলা গ্রামের দুদু মিয়ার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ওই পাঁচ ব্যক্তি ডাবর পয়েন্ট আসেন। গোপন খবরের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাঁদের ঘেরাও করে পুলিশ। এ সময় তাঁরা পুলিশের ওপর হামলা চালায়। পাল্টা জবাবে পুলিশ পাঁচটি রাবার বুলেট ছোঁড়ে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ওই পাঁচ ব্যক্তির কাছ থেকে একটি গাড়ি, একটি মোটরসাইকেল, একটি পাইপগান ও ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁদের দক্ষিণ সুনামগঞ্জ থানায় রাখা হয়েছে। তাঁরা আন্তজেলা ডাকাতদলের সদস্য।