সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত
সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়ামে দুই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ছেলেদের খেলায় হোসেন বখত সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অপরদিকে, বঙ্গমাতা গোল্ডকাপে মেয়েদের খেলায় কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা শেষে খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলেমান মিয়া প্রমুখ।
২৩ অক্টোবর বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপে জেলার ১০টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।