মেহেরপুর ট্রাকের ধাক্কায় আলগামন চালক নিহত
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় আকবার আলী (৫৭) নামের এক আলগামন চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের হোটেল বাজার যাদপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করে পুলিশে দেন।
নিহত আকবার আলী সদর উপজেলার গভিপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গভিপুর থেকে খালি আলগামন নিয়ে শহরের দিকে আসছিলেন আকবার আলী। এ সময় যাদপপুর সড়কের বোম্বে বেকারির কাছে এলে পেছন দিক থেকে একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। আকবার ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ এর চালক ও সহকারীকে আটক করে পুলিশে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।