সুনামগঞ্জে সড়ক মেরামতের দাবিতে পরিবহন শ্রমিকদের মানবন্ধন
সুনামগঞ্জে বিভিন্ন উপজেলার সব ভাঙাচোরা সড়ক মেরামতের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে পরিবহন শ্রমিকরা। আজ রোববার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এই মানবন্ধন করা হয়।
ওই মানববন্ধনে অংশ নেয় সুনামগঞ্জ জেলা বাস মালিক শ্রমিকদের সংগঠন, সিএনজিচালিত অটোরিকশা, বেবিটেক্সি-কার মালিক সমিতি ও জেলা অটো-টেম্পু, অটো-রিকশা ড্রাইভার্স ইউনিয়ন।
একই দাবিতে সকালে সুনামগঞ্জ সাচনা-জামালগঞ্জ সড়কে টায়ার জালিয়ে কর্মসূচি পালন করে সিএনজিচালত অটোরিকশার শ্রমিকরা।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা সিএনজিচালিত অটো-রিকশা, বেবিটেক্সি-কার মালিক সমিতির সভাপতি মো. তাজিদুর রহমান, সাধারণ সম্পাদক রুনু মিয়া, সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু, অটো-রিকশা ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মছন মিয়া।
বক্তারা বলেন, সুনামগঞ্জ-দোয়াবাজার তাহিরপুর, জামালগঞ্জ-সাচনা, জগন্নাথপুরসহ জেলার প্রায় সব সড়কই খানাখন্দে ভরা ও জরাজীর্ণ। এসব রাস্তা গাড়ি চালানো অনুপযোগী। খুব দ্রুত রাস্তা মেরামত না করলে, তাঁরা সব ধরনের যানবাহন বন্ধ করে কঠোর আন্দোলন শুরু করবেন।