‘শেখ হাসিনা হলেন ম্যারাডোনার মতো’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিংবদন্তি ফুটবল তারকা ম্যারাডোনার সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে আওয়ামী লীগ আয়োজিত এক প্রস্তুতি সমাবেশে এ কথা বলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই সাংগঠনিক সম্পাদক। ৩০ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া প্রধানমন্ত্রীর সমাবেশকে সামনে রেখে সুনামগঞ্জে এই প্রস্তুতি সমাবেশের আয়োজন করা হয়।
নেতাকর্মীদের উদ্দেশে এই নেতা বলেন, ‘শেখ হাসিনা হলেন ম্যারাডোনা, তিনি মাঝমাঠ থেকে ম্যারাডোনার মতো গোল দেওয়ার জন্য পোস্টের কাছাকাছি আছেন। কিন্তু আপনারা যদি এর আগে ফাউল করেন, তাহলে কিন্তু তিনি আর গোল করতে পারবেন না। তো বলেন, কেউ কি ফাউল করবেন?’
পুলিশ বাহিনীতে কর্মরত সদস্যদের উদ্দেশ করে আহমদ হোসেন বলেন, ‘আপনারা যাঁরা এসপি, ওসি আছেন তাঁরা ভালো আছেন। আপনারাও আওয়ামী লীগের ট্রেডমার্ক হয়ে গেছেন। তাই আপনারাও সোজা হইয়া আমাদের সহযোগিতা করেন। নইলে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আপনাদের পোস্টিং রংপট্টি করে দেবো।’
ক্ষমতায় থাকলে পুলিশ নিরাপত্তা দেয়, কিন্তু ক্ষমতায় না থাকলে পুলিশ লাঠিপেটা করে উল্লেখ করে নেতাকর্মীদের আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আহমদ হোসেন। তিনি বলেন, ‘আমাদের নেতা শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করবেন। আর সুনামগঞ্জের পাঁচটি আসন নৌকা বিজয়ী হলে সারা বাংলাদেশেও আওয়ামী লীগ জয়ী হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন। সিলেটের সমাবেশে সুনামগঞ্জ থেকে এক লাখ মানুষ নিয়ে যাওয়ার ঘোষণা দেন এই দুই নেতা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর।