বৃষ্টির তাণ্ডবে ভারতের ‘প্রাপ্তি’
ভারত বা অস্ট্রেলিয়া নয়, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিজয়ীর নাম ‘বৃষ্টি’। দুই দফা প্রবল বৃষ্টিতে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচ পণ্ড হয়ে যাওয়ায় পয়েন্ট ভাগ করে নিয়েছে ভারত ও স্বাগতিক অস্ট্রেলিয়া।
সোমবার ভারত টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৬ বল খেলার পর বৃষ্টি নামে। প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হলেও ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৪ ওভারে। কিন্তু ১৬ ওভার শেষে ভারতের স্কোর যখন ৬৯/২, ঠিক তখনই আবার তুমুল বৃষ্টি। এরপর আর খেলা হতে পারেনি।
প্রথম তিন ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলা অস্ট্রেলিয়ার তাতে কোনো ক্ষতি হয়নি। মহেন্দ্র সিং ধোনির দলও লাভবান ভাবতে পারে নিজেদের। দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যেত ‘টিম ইন্ডিয়া’র, আগামী শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বোনাস পয়েন্ট নিয়ে জিতলেও বসতে হতো রানরেটের হিসাব নিয়ে।
কিন্তু এখন অত ঝামেলার মধ্যে যেতে হবে না ভারতকে। লিগ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলেই তারা চলে যাবে ফাইনালে। তিনটি করে ম্যাচ খেলা ইংল্যান্ডের ৫ এবং ভারতের সংগ্রহ ২ পয়েন্ট।
অর্থাৎ ৩০ জানুয়ারি ভারত-ইংল্যান্ড লড়াই এখন টুর্নামেন্টের অলিখিত ‘সেমিফাইনাল’।