সুনামগঞ্জে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী গ্রেপ্তার
নাশকতার আশঙ্কায় পুলিশের একটি বিশেষ অভিযানে সুনামগঞ্জে বিএনপি-জামায়াতে ইসলামীর ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ বলেন, ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে ঘিরে বিএনপির নাশকতার আশঙ্কা রয়েছে-এমন খবর পেয়ে আমরা অভিযান চালাই। এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ১৬ জন বিএনপির কর্মী, বাকি পাঁচজন জামায়াতের কর্মী। সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত আছে।