সুনামগঞ্জের ক্রীড়া ব্যক্তিত্ব আবদুর রউফ ঝনর আর নেই
সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা জেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সাবেক কৃতী ফুটবলার আবদুর রউফ ঝনর (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। আজ এশার নামাজের পর শহরের তেঘরিয়া মসজিদে জানাজা শেষে তেঘরিয়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আবদুর রউফ ঝনর স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। আবদুর রউফ ঝনর প্রথম আলো বন্ধুসভা সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও জেলা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদের বাবা।
ক্রীড়া ব্যক্তিত্ব আবদুর রউফ ঝনরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পারভেজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শীলা রায়, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, টিআইবির সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. গোলাম কিবরিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুল আবেদীন, সমাজকর্মী দেওয়ান গণিউল সালাদীন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ, প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান।