খালেদা জিয়ার বিরুদ্ধে রায় একদলীয় শাসন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার রায়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছে দলের মালয়েশিয়া শাখা। এই রায়কে একদলীয় শাসন দীর্ঘায়িত করার রায় বলেছেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।
মালয়েশিয়া বিএনপির সভাপতি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। এই রায় প্রধানমন্ত্রীর প্রতিহিংসা পূরণের রায়। এই রায় একদলীয় শাসনকে দীর্ঘায়িত করার জন্য দেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে বহির্বিশ্বে বিএনপির সব নেতাকর্মীকে সরকার পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহ জাহিদ, প্রচার সম্পাদক বশির আলম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, সহদপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, স্বেচ্ছাসেবক দলের মালয়েশিয়া শাখার সভাপতি মো. হাবিবুর রহমান রতন তালুকদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ বাদল আহমেদ, যুবদল মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, নাযমুল হাসান, টিপু সুলতান প্রমুখ।