সুনামগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
সুনামগঞ্জ শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’।
আজ শনিবার সকালে জেলার ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করা হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আজ জেলা প্রশাসন আয়োজন করে র্যালি ও আলোচনা সভা। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক সাবিরুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই বেলুন উড়িয়ে ডিজিটাল উদ্ভোবনী মেলার উদ্বোধন করা হয়।
পরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এ ছাড়া আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও শিক্ষা) মোহাম্মদ সফিউল আলম, সহকারী পুলিশ সুপার মিজাননুর রহমান।