ভারতকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড
ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচেও জয়ের দেখা পেল না ভারত। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে তিন উইকেটে হেরে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। জেমস টেলর ও জোস বাটলারের দৃঢ়তাভরা ব্যাটিংয়ে ১৯ বল হাতে রেখে জয় তুলে নেওয়া ইংলিশরা নিশ্চিত করেছে ফাইনাল। আগামী রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া।
শুক্রবার পার্থের ওয়াকায় সেমিফাইনালে পরিণত ম্যাচে ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ইংল্যান্ড। ২০ ওভারের মধ্যে একে একে ফিরে যান ইয়ান বেল (১০), মইন আলি (১৭), জো রুট (৩), ওয়েন মরগ্যান (২) ও রবি বোপারা (৪)।
তবে ষষ্ঠ উইকেটে ১২৫ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে জয়ের পথে নিয়ে যান টেলর (৮২) ও বাটলার (৬৭)। ৪৪তম ওভারে মোহিত শর্মা টেলরকে আউট করার সময় জয় থেকে মাত্র ১০ রান দূরে ইংল্যান্ড। দুই ওভার পর মোহাম্মদ সামি বাটলারকেও ফিরিয়ে দেন। কিন্তু ততক্ষণে জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডর। ক্রিস ওকস (৪*) ও স্টুয়ার্ট ব্রড (৩*) প্রতিপক্ষকে হতাশ করে লক্ষ্যে পৌঁছে দেন দলকে। ডানহাতি পেসার স্টুয়ার্ট বিনি ৩৩ রানে তিন উইকেট নিলেও ভারতকে ফাইনালে নিতে পারেননি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল ভারতের। কিন্তু অজিঙ্কা রাহানে (৭৩) ও শিখর ধাওয়ানের (৩৮) ৮৩ রানের উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ‘টিম ইন্ডিয়া’। শেষ ব্যাটসম্যান সামির ১৮ বলে ২৫ রানের ‘ক্যামিও’ ইনিংস ২০০ রান এনে দিলেও গত বিশ্বকাপের চ্যাম্পিয়নদের জয় ছাড়াই বিদায় নিতে হলো টুর্নামেন্ট থেকে।