খালেদা জিয়ার সাজার প্রতিবাদে মালয়েশিয়ায় সভা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া ফোরাম মালয়েশিয়া শাখা।
গতকাল রোববার সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিটবিনতাং রসনাবিলাস রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিমুনিয়া শাখার স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও শহীদ জিয়া ফোরামের জ্যেষ্ঠ সদস্য খালিদ হাসান রিপন। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শামীম রেজা। সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সদস্য মোহাম্মদ টিপু সুলতান।
বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা ও শহীদ জিয়া ফোরামের জ্যেষ্ঠ সদস্য মো. নাজমুল হাসান, ফোরামের জ্যেষ্ঠ সদস্য শেখ জালাল, শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম শিকদার হেলাল, যুবদল মালয়েশিয়া শাখার সহদপ্তর সম্পাদক ও ফোরামের জ্যেষ্ঠ সদস্য শেখ আসাদুজ্জামান মাসুম, জাতীয়তাবাদী প্রজন্ম মুক্তিযোদ্ধা দল মালয়েশিয়া শাখার সভাপতি বাদল আহমেদ, যুবদল মালয়েশিয়া শাখার কর্মসংস্থানবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সিমুনিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শহীদ জিয়া ফোরামের সদস্য সাজ্জাদুর রহমান, হারুনুর রশিদ হারুণ, মাঝি দেলোয়ার, ঈমন সাঈদ, শেখ লিটন রহমান, শাহাদাৎ হোসেন, আবদুল জলিল নয়ন, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন মৃধা, মোশাররফ হোসেন ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার সভাপতি ইকবাল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফোরামের সদস্য ইব্রাহীম মাতবর, রায়হান বিন রউফ, রোমান আবদুল্লাহ, নুর আলম, জাফর বেপারী, নুরুজ্জামান, সাহাদাত হোসেন লিটন প্রমুখ।