মুহূর্তের জন্য পথে নামল শিশুরা
মুহূর্ত দাস স্বচ্ছ। নামের মতই সুন্দর ফুটফুটে চার বছরের এই শিশুটি গত বৃহস্পতিবার মারা যায়। সুনামগঞ্জের শহরে ইজি বাইকের ধাক্কায় মুহূর্তেই থেমে গেল ওর প্রাণ।
ছোট্ট এই শিশুর মৃত্যু নাড়িয়ে দিয়েছে পুরো সুনামগঞ্জ শহর। ঘটনাটি দাগ কেটেছে শিশুদের মনেও। রাস্তায় নেমে এসেছে শিশুরা।
শহরে বেপরোয়াভাবে ইজি বাইক চলাচল বন্ধের দাবিতে শহরের ভেতরে রাস্তা অবরোধ করে আজ শনিবার বিক্ষোভ করে সৃজন বিদ্যাপীঠ স্কুলের শিশু শিক্ষার্থীরা। এর আগে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকসহ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
এ সময় রাস্তার দুই পাশ বন্ধ করে সকল প্রকার যানবাহন আটকে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শহিদুল্লাহ এবং জেলা প্রশাসকের আশ্বাসে তাঁরা কর্মসূচি শেষ করে।
এ সময় বক্তব্য রাখেন সৃজন বিদ্যাপীঠ স্কুলের অধ্যক্ষ জাকিয়া নাসরিন ডলি,আইনজীবী ও শিক্ষক এনাম আহমেদ,বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা।
এছাড়াও বক্তব্য দেন আইনজীবী খায়রুল কবির রুমেন,জল খেলাঘর আসরের সাধারণ সম্পাদক এনাম আহমেদ,শিক্ষক দেওয়ান গিয়াস চৌধুরী,অভিভাবক সুবল চন্দ্র দাস,শিক্ষার্থী ফারিহা আক্তার।
এনাম আহমদে বলেন,‘ইজিবাইক শহরে একটি প্রাণঘাতী বাহনে পরিণত হয়েছে। কারো কোনো নিয়ন্ত্রণ নেই। এর সংখ্যা কত কেউ বলতে পারেন না। ইজিবাইকের কারণে আর যাতে দুর্ঘটনা ও প্রাণহানি না ঘটে এ জন্য এসব চলাচল বন্ধ করতে হবে। ষোলঘর এলাকার বাসিন্দা বিন্দু তালুকদার, শহরে দুই হাজারের উপরে ইজিবাইক আছে। এসবের বেশিরভাগই ভাঙাচোরা।ইজিবাইকের কারণে শহরের বিভিন্ন স্থানে যানজট লেগেই থাকে।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ওই শিশুকে ধাক্কা দেওয়া ইজিবাইকের চালক রতিশ দাসকে (২৮)গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে মামলা হয়েছে। রতিশ বর্তমানে কারাগারে আছে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার রাতে ইজি বাইকের ধাক্কায় মুহূর্ত দাস স্বচ্ছ গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। গত এক মাসে ওই শহরে ইজিবাইক দুর্ঘটনায় শিশুসহ ২জন নিহত হন।