সুনামগঞ্জে হাওররক্ষা বাঁধের কাজে অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের কাজে সরকার দলীয়দের প্রভাবে অনিয়ম-দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতারা।
তারা দাবি করেন, গত বছর শত ভাগ ফসলহানির পর সরকার সুনামগঞ্জের হাওরের মানুষের কথা চিন্তা করে এ বছর যাতে আর ফসলহানির না হয় সেজন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার পরও শুধু সরকার দলীয় প্রভাবশালী নেতাদের হস্তক্ষেপে এবারও হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম দুর্নীতি হচ্ছে।
সোমবার বেলা সাড়ে ১২টায় গত বছর হাওর রক্ষা বাঁধের কাজে পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদারদের সীমাহীন দুর্নীতি কারণে শত ভাগ ফসলহানির পর গড়ে উঠা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতারা এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা বজলুর মজিদ চৌধুরী খসরু।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও সদর উপজেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, সদস্য ডা. মোরশেদ আলম প্রমুখ।
লিখিত বক্তব্যে জানানো হয়, সুনামগঞ্জে ৯৬৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে কাজ করার কথা থাকলেও এ কমিটিতেও সরকার দলীয় ব্যক্তিদের নিয়ে করা হয়েছে। সরকারের বেঁধে দেওয়া সময়সীমার পার হয়ে গেলেও এখনো বেশির ভাগ বাঁধের কাজ বাকি রয়ে গেছে। আর যেসব বাঁধের কাজ হয়েছে সেগুলোও দুর্বল, সামান্য বৃষ্টির পানিতেই ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বৃষ্টি শুরু হওয়ার আগেই সব কাজ সমাপ্ত করার দাবি জানান।