লেগুনার ধাক্কায় পশুর দুই চিকিৎসক নিহত
সুনামগঞ্জ শহরের চেকনিকাড়া এলাকায় লেগুনার ধাক্কায় মোটরসাইকেলে থাকা পশুর দুই চিকিৎসক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতদের একজন সদর উপজেলা পশু হাসপাতালের চিকিৎসক সেলিম খান ও আরেকজন শাল্লা উপজেলা পশুসম্পদ বিষয়ক কর্মকর্তা নজিবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের চেকনিকাড়া এলাকায় একটি লেগুনা দুই চিকিৎসকের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই চিকিসৎক নিহত হন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, চেকনিখারা ব্রিজ এলাকায় লেগুনার ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুর সংবাদ পেয়েছি। পুলিশ লাশ উদ্ধার করেছে।