মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময়
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইসলামী ব্যাংক। সম্প্রতি কুয়ালালামপুরে হোটেল আংকাসাতে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রপরিচালক জাফর ফিরোজ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল আলম।
আরো বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং বিভাগের মোহাম্মদ আমিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আশরাফ ইমাম, ইউই এক্সচেঞ্জের মোহাম্মদ রেজাউল করিম, প্লাসিড এক্সপ্রেসের সিইও মোহাম্মদ নূর -এ-সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংকের টাকা মেরে দেওয়ার কোনো সুযোগ নাই। ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সবাই দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করেছেন বলে এই ব্যাংকের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।
মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক আপনাদেরই ব্যাংক, এই ব্যাংক আগের মতো আছে। ইসলামী মূল্যবোধের একচুল নড়েনি ব্যাংকটি। আগের সুনামের সঙ্গে যুক্ত হয়েছেন বিজ্ঞ কিছু দক্ষ ও সৎ ব্যক্তি।
জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগের ব্যাপারে এমডি বলেন, যারা মনে করছেন এই ব্যাংক জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন করছে, তারা ভুল বলেছেন। এই ব্যাংকের অর্থ শুধু মুসলমানদের জন্য নয় অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
প্রবাসীদের উদ্দেশে মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক সব সময় আপনাদের পাশে আছে থাকবে। ইসলামী ব্যাংক ভবিষ্যতে আপনাদের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিভিন্ন রেমিটেন্স হাউজ থেকে দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো প্রবাসীদের সম্মাননা দেওয়া হয়। এরপরে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাহবুব উল আলম।