খালেদা জিয়াকে ক্ষমা করতে পারেন রাষ্ট্রপতি : খন্দকার মোশাররফ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা আওয়ামী লীগ সরকারের না থাকলেও রাষ্ট্রপতি চাইলে তাঁকে ক্ষমা করতে পারেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর ওপর শাহ আরেফিন অদ্বৈত্য মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই কথা জানিয়েছেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জেল তো এই সরকার দেয় নাই। মামলাটাও আওয়ামী লীগ সরকার দেয় নাই। আজ ১৫ বছর ধরে মামলা চলছে। বিচারের রায় মোতাবেক তাঁর সাজা হইছে। পৃথিবীর সবদেশে সাজাপ্রাপ্ত আসামি যেভাবে থাকে, উনি তো তার ব্যতিক্রম হতে পারেন না। জেল তো এই সরকার দেয় নাই। সরকার দিছে জেল?’
খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, ‘এখন উনাদের সব জেনারেল সেক্রেটারি যদি, উনারে মুক্ত করতে চান, উনারে মুক্ত করবে কোর্ট। সরকারের কোনো ক্ষমতা নাই উনারে মুক্ত কইরা দেওয়ার। মহামান্য রাষ্ট্রপতি, উনার ক্ষমা করার অধিকার আছে। উনি (খালেদা জিয়া) যদি উনার দোষ স্বীকার কইরা, ক্ষমা চান, তাহলে দিবে কিনা জানি না। মহামান্য রাষ্ট্রপতির সেই ক্ষমতা আছে। তার পরও উনি হয়তো তাঁর সাজাটা মওকুফ করতে পারেন।’
হাওর এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ রয়েছে বলেও মন্ত্রী জানান। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা হাওর উন্নয়নে আলাদাভাবে কাজ করে যাচ্ছি। হাওরে যাতে কোনো দুঃখ না থাকে সে লক্ষ্যেই এ সরকার কাজ করে যাচ্ছে।’
মতবিনিময় সভা শেষে খন্দকার মোশাররফ হোসেন তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ওপর ৭৫০ মিটার দীর্ঘ এবং এলজিআরডির অর্থায়নে দেশের দ্বিতীয় বৃহত্তম সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলার পাঁচ সংসদ সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম প্রমুখ।