মেহেরপুরে ‘গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী’ নিহত
মেহেরপুরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে খাদেমুল ইসলাম নামের এক ‘শীর্ষ সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
আজ বুধবার সকালে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম দাবি করেন, ‘ভোররাত সাড়ে ৩টার দিকে আমরা কয়েকটি গুলির শব্দ শুনে শহরের ব্র্যাক কার্যালয়ের পাশে গিয়ে দেখতে পাই শীর্ষ সন্ত্রাসী খাদেমুল গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন।’
খাদেমুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে দাবি করেন ওসি। তাঁর ভাষ্য, এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটারগান, তিনটি হাতবোমা ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
‘খাদেমুল শহরের শিশুবাগানপাড়ার রেজাউল হকের ছেলে। তাঁর নামে মেহেরপুর থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে,’ যোগ করেন ওসি।