বিএসএফের হাতে চার বাংলাদেশি আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চারজনকে আটক করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ।
আকটরা হলেন—তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও মাইজহাটি গ্রামের সলিম উদ্দিন (৩০), লাল চাঁন মিয়া (৩২), সুজন মিয়া (৩৫) ও সচিন্দ্র দাস (৩৮)। এলাকায় তাঁরা শ্রমিকের কাজ করেন।
বিজিবির চারাগাঁও ক্যাম্পের দায়িত্বরত হাবিলদার মো. মোনায়েম খান জানান, ওই চার বাংলাদেশি শ্রমিক গতকাল বিকেলে বিজিবিকে না জানিয়ে ভারতের অভ্যন্তরে কাজ করতে গিয়েছিলেন। পরে বিএসএফ তাদের আটক করে।
আটকদের পরিবার জানায়, গতকাল চারজন চারাগাঁও এলাকায় ভারত সীমান্তের ১১৯৫ নম্বর পিলারে পাশে কাজে যায়। এ সময় তাদের অনুপ্রবেশের দায়ে বিএসএফ আটক করে।
বিজিবি সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ওই চার বাংলাদেশিকে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি, সকালের মধ্যে তাদের ছেড়ে দেওয়া হবে।’