বিএসএফ আটকাল চার বাংলাদেশিকে, বিজিবি চার ভারতীয়কে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তে চার বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটকের একদিনের মাথায় একই স্থান থেকে চার ভারতীয় নাগরিককে আটক করার তথ্য দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চারাগাঁও সীমান্তের ১১৯৫ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে চার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমদ।
আটক ভারতীয় নাগরিকরা হলেন—শিলং জেলার রানীঘর থানার চারাগাঁও বস্তির বাদার চন্দ্র হাজংয়ের ছেলে অর্জিত হাজং (৬০), তাঁর ছেলে দেব জনি হাজং (৪০), একই এলাকার নিখিল হাজংয়ের ছেলে রামলা হাজং (৫০) ও কুঞ্জ থানার বন্ধু বস্তির সেলু গারোর স্ত্রী জোসনা গারো (৪৫)। তাঁদের সবাইকে চারাগাঁও বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেলে একই স্থান থেকে অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশিকে আটক করে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বিজিবি তাঁদের আজ সকালে ভারতের কাছ থেকে পাওয়ার আশা করলেও বিএসএফ তাঁদের ছাড়েনি। এর মধ্যেই ভারতীয়দের আটকের ঘটনা ঘটল।
ভারতের হাতে আটক চার বাংলাদেশি হলেন—তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও মাইজহাটি গ্রামের সলিম উদ্দিন (৩০), লাল চাঁন মিয়া (৩২), সুজন মিয়া (৩৫) ও সচিন্দ্র দাস (৩৮)। এলাকায় তাঁরা শ্রমিকের কাজ করেন।
বিজিবির চারাগাঁও ক্যাম্পের দায়িত্বরত হাবিলদার মো. মোনায়েম খান জানান, ওই চার বাংলাদেশি শ্রমিক গতকাল বিকেলে বিজিবিকে না জানিয়ে ভারতের অভ্যন্তরে কাজ করতে গিয়েছিলেন। পরে বিএসএফ তাঁদের আটক করে।
আটকদের পরিবার জানায়, গতকাল চারজন চারাগাঁও এলাকায় ভারত সীমান্তের ১১৯৫ নম্বর পিলারে পাশে কাজে যান। এ সময় তাঁদের অনুপ্রবেশের দায়ে বিএসএফ আটক করে।