পরকীয়ার সন্দেহে যুবককে হত্যা, পুলিশের কাছে আত্মসমর্পণ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে এক যুবককে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম জাবেদ আলী (৩১)। তিনি উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ রহমত আলী নামের একজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রহমত আলীর স্ত্রীর সঙ্গে জাবেদ আলীর দুই বছর ধরে পরকীয়া সম্পর্ক ছিল। এই ক্ষোভ থেকেই জাবেদ আলীকে খুন করেন রহমত আলী। সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার বাঘবেড় বাজারের পাশে জাবেদ আলীকে একা পেয়ে রহমত আলী প্রথমে তাঁকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে জাবেদ আলী মাটিতে লুটিয়ে পড়লে দা দিয়ে জবাই করে তাঁকে। ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় রহমত আলীকে আটক করা হয়।
নিহত জাবেদ আলী এলাকায় কাঠের ব্যবসা করতেন। তবে এলাকাবাসী জানায়, হত্যার পর রহমত আলী ওই স্থানেই ছিল। পরে পুলিশ এলে তিনি নিজেই ধরা দেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, আটক রহমত আলী প্রাথমিকভাবে স্বীকার করেছেন, তাঁর স্ত্রীর সঙ্গে জাবেদ আলীর পরকীয়া সম্পর্ক ছিল। এই ক্ষোভ থেকেই জাবেদ আলীকে খুন করেন রহমত আলী। নিহতের লাশ এখন বিশ্বম্ভরপুর থানায় আছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।