পাকিস্তান ও তার মিত্ররা ষড়যন্ত্র করছে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ অভিযোগ করেছেন, পাকিস্তান ও তার পশ্চিমা মিত্ররা আবার ষড়যন্ত্র করছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হচ্ছে। আবার শুরু হয়েছে ’৭৫-এর মতো নীলনকশা।
আজ বৃহস্পতিবার দুপুরে যশোর ঈদগাহ মাঠে জেলা আওয়ামী লিগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে হানিফ এ কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘বাংলাদেশকে একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তান এবং তার পশ্চিমা মিত্র যারা আমাদের স্বাধীনতাযুদ্ধের বিরোধীতা করেছিল, যারা আমাদের স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারা দেখছে বাংলাদেশ যদি এভাবে এগিয়ে যায়, তাহলে তাদের লজ্জায় মুখ রাখার জায়গা থাকবে না। তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়া সম্ভব হবে না।’
‘সেই পশ্চিমা শক্তি যারা একদিন আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা একদিন আমাদের তলাবিহীন ঝুড়ি বলেছিল, যারা আমাদের ভিক্ষুকদের জাতি হিসেবে আখ্যায়িত করেছিল, তারা আজকে দেখছে যদি এভাবে এগিয়ে যাই শেখ হাসিনার নেতৃত্বে, তাহলে তা বাংলার জনগণের পক্ষ থেকে (তাদের জন্য) চপেটাঘাতের শামিল হবে।’ যোগ করেন হানিফ।
বেলা সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ কে এম এনামুল হক শামীম ও এস এম কামাল হোসেন। এ ছাড়া দলের জেলা সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ স্থানীয় সংসদ সদস্যরাও বক্তৃতা করেন।