মক্কায় প্রবাসী চন্দনাইশ সমিতির ইফতার মাহফিল
সৌদি আরবের মক্কার মিসফালায় গতকাল শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম প্রবাসী চন্দনাইশ সমিতি। এ সময় উমরা পালনে আসা সংগঠনটির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কায়ছারকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রবাসী চন্দনাইশ সমিতির সভাপতি বিশি ষ্ট ব্যবসায়ী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য দেন খন্দকার হেলাল সিআইপি, ডা. এজাজ উল্লাহ, হারুনুর রশিদ, লোকমান হাকিম, জাকেরুল ইসলাম, খোকন ইয়াছিন, মাওলানা জালাল উদ্দিন, মান্নান, আকতার, মো. জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম লিটন, জাহাঙ্গীর আলী, এসকান্দর, মাওলানা এম এ জব্বার প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান আমাদেরকে আত্মশুদ্ধি ও আত্মত্যাগের শিক্ষা দেয়। এই রমজানে আমরা ধর্মীয় মূল্যবোধে আল কোরআনের শিক্ষা নিজে গ্রহণ ও অনুধাবন করার শ্রেষ্ট সুযোগ পেয়ে থাকি।
আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি আমিনুল ইসলাম কায়ছারকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা চেয়ে দোয়া পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন।