‘শুধু তোমার জন্য লিখি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
কবি রাজীব মীরের ‘শুধু তোমার জন্য লিখি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। পয়লা ফাল্গুন শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার, আর সি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন ।
বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী, কবি সোহরাব হাসান, কবি নাসির আহমেদ, কবি তপন বাগচী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য আফসার আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অভি চৌধুরী, চ্যানেল আইয়ের হেড অব প্রোগ্রাম আদিত্য শাহিন, এটিএন নিউজের সহযোগী বার্তা প্রধান প্রভাষ আমিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের হেড অব নিউজ মাহমুদ মেনন প্রমুখ। উপস্থিত বক্তারা কাব্যগ্রন্থটির ওপর আলোচনা করেন।
অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত এই কাব্যগ্রন্থে ৫২টি কবিতা রয়েছে। কবিতাগুলোর প্রতিটিতেই আলাদাভাবে রোমান্টিক আবহে বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য, রাজনৈতিক শিক্ষা, সামাজিক সংকট প্রভৃতি বিষয় তুলে ধরা হয়েছে।
এই কাব্যগ্রন্থের দুটি কবিতা ‘ঈর্ষা’ ও ‘জলছবি’ নিয়ে এরই মধ্যে গান গেয়েছেন গায়ক সাহস মোস্তাফিজ।