রম্য
নীতুর সঙ্গে বুবুন রিসোর্টে যাবে, তবে
‘বুবুনের বাসর রাত’, ‘বুবুনের হানিমুন’, ‘বুবুন যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে?’ নাটকগুলোতে অভিনয় করে আলোচিত হয়েছেন সাজু খাদেম ও ভাবনা। নাটকে তাঁরা বুবুন ও নীতু চরিত্রে অভিনয় করেছেন। ঈদ উপলক্ষে এবারও এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘বুবুনের সংসার’। আজ ঈদের দিনে বুবুন হয়ে আবোলতাবোল কিছু প্রশ্নের আবোলতাবোল জবাব দিয়েছেন সাজু খাদেম।
আবোলতাবোল : আজ তো পবিত্র ঈদুল আজহা। বুবুন কী করছে?
সাজু খাদেম : এখন বাসায় আছে সে।
আবোলতাবোল : বিকেলে বুবুন কী করবে?
সাজু খাদেম : ঢাকার বাইরে নীতুর সঙ্গে রিসোর্টে ঘুরতে যাবে।
আবোলতাবোল : সঙ্গে বুবুনের মা কি যাবে?
সাজু খাদেম : মা অবশ্যই যাবে। মাকে ছাড়া বুবুন কোথাও যাবে না।
আবোলতাবোল : আচ্ছা, বুবুন সারাক্ষণ মামণি মামণি করে কেন?
সাজু খাদেম : কারণ সে মামণির ছেলে। মামণি তাকে খুব ভালোবাসে। আদর করে। স্নেহ করে, মায়া করে।
আবোলতাবোল : বুবুন নীতুকে ভয় পায় কেন?
সাজু খাদেম : আসলে ভয় পায় না। স্ত্রীকে বুবুন ভালোবাসে। পাগলের মতো ভালোবাসে। আমার মনে হয়, বুবুন মেয়েদের সম্মান করে।
আবোলতাবোল : বুবুনের প্রিয় সংলাপ কী?
সাজু খাদেম : তুমি জানো, আমি একবার প্রেম করতাম!
আবোলতাবোল : বুবুনের প্রিয় খাবার কী?
সাজু খাদেম : আইসক্রিম, চকলেট, পায়েস।
আবোলতাবোল : যদি বুবুনের মতো সবাই হতে চায়, তাহলে...
সাজু খাদেম : যদি বুবুনের মতো পৃথিবীর সবাই হতো, তাহলে খুব ভালো হতো। পৃথিবীতে কোনো সমস্যা থাকত না। বুবুন সহজ ও সরল। ওর মধ্যে কোনো জটিলতা নেই।