‘লাঙলকে ভোট দেন, একটা মানুষও মরবে না’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমি হিংসা বিশ্বাস করি না। প্রতিহিংসা বিশ্বাস করি না।’ তিনি আরো বলেন, ‘লাঙলকে ভোট দেন, লাঙলকে ক্ষমতায় আনেন, একটা মানুষও মরবে না।’
আজ রোববার সুনামগঞ্জে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন এইচ এম এরশাদ।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেন, ‘ক্ষমতার পালাবদল হয়। মানুষ কিছু পায় না। ২০০১ এ বিএনপি ক্ষমতায় এলো, পাঁচ হাজার ৮৮৮ মামলা তারা তুলে নিল। আবার আওয়ামী লীগ ক্ষমকায় এলো ছয় হাজার মামলা তারা তুলে নিল। ৮০ হাজার আসামি খালাস পেয়ে গেল। অর্থাৎ পালাবদলের রাজনীতি আমরা চাই না। আমরা পরিবর্তন চাই। এ পরিবর্তন দিতে পারে একমাত্র লাঙল।’
এরশাদ বলেন,‘মানুষ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ক্ষমতার পালাবদল আর চায় না। মানুষ পরিবর্তন চায়, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশে শান্তি আসবে। মানুষ শান্তিতে থাকবে। দেশের মানুষ শান্তিতে নেই, নিরাপদে নেই। প্রতিদিন মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে। সমাজব্যবস্থা ভেঙে পড়ছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিন। দেশে শান্তি ফিরে আসবে। মানুষ মুক্তি পাবে।’
তাঁর নিজের কোনো চাওয়া পাওয়া নেই দাবি করে এরশাদ বলেন,‘আমি মানুষের মুক্তি চাই। পরিবর্তন চাই। আমরা ক্ষমতায় এলে প্রাদেশিক সরকার হবে। বিচার ব্যবস্থা স্বাধীন হবে। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। উপজেলা ব্যবস্থা কার্যকর হবে।’
এ সময় এরশাদ সুনামগঞ্জ-৪ আসনে প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহর নাম ঘোষণা করেন। পীর ফজলুর রহমান মিসবাহকে আগামীতে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন,‘সুনামগঞ্জ জেলা আমি করেছিলাম। এই জেলার উন্নয়ন আমি করেছি। সেই দাবি থেকে বলছি, আগামী নির্বাচনে পীর মিসবাহকে নির্বাচিত করুন। লাঙলকে বিজয়ী করুন।’
সম্মেলনে সভাপতির বক্তব্যে পীর ফজলুর রহমান মিসবাহ বলেন,‘আমি নেতা বা সাহেব হতে চাই না আমি মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। মানুষের ভালোবাসা নিয়ে গত পাঁচ বছর আমি মানুষের জন্য কাজ করে গেছি। জনগণের ভালোবাসা নিয়ে আমি আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীক দিলে আমি নির্বাচিত হয়ে মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আর এই ভালোবাসায় আবারও লাঙ্গল প্রতীকে আমি নির্বাচিত হব।’
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক পীর ফজুলর রহমান মিসবাহর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন,‘আমরা নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত আছি। গত ২৭ বছরে দেশে তেমন উন্নয়ন হয়নি।আমরা দেশের সফল রাষ্ট্রনায়ক এরশাদের নেতৃত্বে দেশের উন্নয়ন করব।’
সম্মেলনে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ, সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী,সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন জেলা জাতীয় পার্টি নেতা গোলাম হোসেন অভি।